০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কুড়িগ্রামের উলিপুরে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের শত শত বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে কৃষকের হাজার হাজার টাকার স্বপ্নভঙ্গ হয়েছে। পানি নেমে গেলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের মানুষজন। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে মোট ৫০ হেক্টর রোপা আমন, ১৫ হেক্টর মাসকলাই, ৫ হেক্টর বাদাম ও ২ হেক্টর সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক জমিতে পানি থাকায় ফলনের সম্ভাবনা কমে গেছে। গতকাল তিস্তা বেষ্টিত থেতরাই, গুনাইগাছ, দলদলিয়া ও বজরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে দেখা যায়, শত শত একর জমি পানির নিচে। নষ্ট হয়েছে আমন...