০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম নারায়ণগঞ্জের বন্দরের সালেহ নগর এলাকার আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি জুয়েল ও তার সহযোগী মীর আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত সোমবার রাতে দুই আসামিকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জেলা পিবিআইয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এই তথ্য জানান।তিনি বলেন, টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ভিকটিম আসামী জুয়েলের মটোরসাইকেল আটকে রাখায় পরিকল্পিত ভাবে জুয়েলের নির্দেশে একটি গ্যারেজের ভেতরে ধরে নিয়ে হাতুড়ি ও লোহার এসএস পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।পিবিআইয়ের এসপি মোস্তফা কামাল রাশেদ জানান, এসপি বলেন, ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের সনাক্ত...