০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ফরাসি সাইক্লিস্ট ও সোশ্যাল মিডিয়া তারকা অরেলিয়ান ফঁতোনোয়া সাইকেলে চড়ে আইফেল টাওয়ারের ৬৮৬টি সিঁড়ি অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি মাত্র ১২ মিনিট ৩০ সেকেন্ডে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন, যা আগের রেকর্ডের চেয়ে ৭ মিনিট দ্রুত। ৩৫ বছর বয়সী ফঁতোনোয়া জানান, প্যাডেল চালানো সম্ভব ছিল না, তাই ব্রেক ও টায়ারের ভারসাম্যের ওপর নির্ভর করে তিনি টাওয়ারের দ্বিতীয় তলা পর্যন্ত ওঠেন। করোনা ও অন্যান্য বাধায় চার বছর বিলম্বের পর তিনি পরিকল্পনাটি বাস্তবায়ন করেন। রেকর্ড শেষে তিনি বলেন, ‘মাত্র ১২ মিনিটের চ্যালেঞ্জ হলেও এতে পুরো শক্তি দিতে হয়েছে’।অবসরপ্রাপ্ত এ মাউন্টেন বাইকারের টিকটক ও ইউটিউবে এক মিলিয়নের বেশি অনুসারী আছে। তিনি জানিয়েছেন, পরবর্তী লক্ষ্য তার বুর্জ খলিফা সাইকেলে ওঠা। সূত্র :...