০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শিক্ষার্থী আদিত্য জানায়, সে কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামের বাসিন্দা এবং কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সে প্রায় এক বছর ধরে শনির আখড়ায় অবস্থান করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইইএলটিএস কোর্স করছে। ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে শনিরআখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময ৩/৪জন ছিনতাইকারী তার গতিরোধ করে । এক পর্যায়ে টাকা ও মোবাইল নেওয়া...