০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জয়পুরহাটের কালাইয়ে টানা তিন দিনের বৃষ্টির পর গত দু’দিন ধরে সকালে কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের শিশিরে ঢেকে যাচ্ছে ফসলের মাঠ, ঘাস ও গাছগাছালি, যা শীতের আগমনের বার্তা দিচ্ছে। সকাল ৯টা পর্যন্ত জেলার সড়ক ও গ্রামীণ এলাকা কুয়াশায় আচ্ছাদিত ছিল। তবে সূর্য ওঠার পর দিনভর গরম ছিল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে সাধারণত জয়পুরহাটে শীত অনুভূত হতে শুরু করে। চলতি মৌসুমে মেঘলা আকাশ ও মাঝে মাঝে বৃষ্টির কারণে শীতের আমেজ এখন থেকেই শুরু হয়েছে। দিনে তাপমাত্রা ৩০-৩২ এবং রাতে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কালাই উপজেলার জামুড়া গ্রামের মো. লিটন মন্ডল বলেন, চলতি মাসে শীত আসতে আরও সময় আছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টির পর ভোরে ঘুম থেকে...