০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে কুমুদিনী এলাকার রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন শহীদ বাপ্পি সরণির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম অপু (৩২)। সে তামাকপট্টি এলাকার মৃত জাকির হোসেন ও রানু বেগমের একমাত্র সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে স্থানীয়রা রাস্তার পাশে বৈদ্যুতিক তারে প্যাঁচানো অবস্থায় অপুর মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেয়া হলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ভোরে অপু বাসা থেকে বের হন। কিছুক্ষণ পরই রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার...