রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিবিধি ও হল সংসদ নির্বাচন নিয়ে এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাকসু নির্বাচন কমিশন বরাবর আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ জমা দিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।তাদের দাবি, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছে।এর আগে দুপুরে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে রাকসু নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দেয় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তাদের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে ঢুকে নির্বাচনী প্রচারনা করছে। কমিশনের নির্ধারিত সময়ের বাইরে এবং শিক্ষার্থী নন এমন ব্যক্তি প্রচারণা করছেন। এছাড়াও আর্থিক লেনদেনে ভোটারকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলেও জানানো হয়েছে অভিযোগে।যদিও ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের...