বোর্ডে পুঁজি বেশি ছিলো না, মাত্র ১৭৮ রান। এই পুঁজি নিয়েই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। তবে শেষ রক্ষা হয়নি, পূরণ হয়নি প্রথমবার ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন। গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে আশা জাগিয়ে ইংলিশদের কাছে ৪ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বল হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। অথচ ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ। এরপর আর ভুল করেনি ইংলিশরা। অভিজ্ঞ হিদার নাইট লোয়ার অর্ডারের চার্লি ডিনকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন। হিদার ৭৯ আর ডিন ২৭ রানে অপরাজিত থাকেন। বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)। ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে...