নারী বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো বোলিং করে উইকেট শিকারের উল্লাস বাংলাদেশের পেসার মারুফা আক্তারের নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। তার বোলিং নৈপুণ্যে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো বোলিং করেন তিনি। আর এই প্রভাব পড়েছে বোলিং র্যাঙ্কিংয়েও। ওয়ানডে সংস্করণে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়েছেন তিনি। ২০ বছর বয়সী এই পেসার ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৪১ নম্বরে আছেন। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য নিশ্চিত করা হয়।বিশ্বকাপে...