গত ২৯ সেপ্টেম্বর গাজায় রক্তক্ষয়ী সংঘাত থামাতে ২০ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানো, বন্দি বিনিময় এবং পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শর্তসাপেক্ষে প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দেয়। পরে ট্রাম্প বলেন, “হামাসও শান্তি চায়। এখন শুধু ইসরাইলের সম্মতি প্রয়োজন।” মার্কিন এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পর ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে প্রস্তাবটিকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু নেতানিয়াহু জবাবে বলেন, “এটা উদযাপনের কিছু নয়। এর কোনো অর্থ নেই।” নেতানিয়াহুর এই মন্তব্যে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে বলেন, “আমি জানি না আপনি সব সময় এত নেতিবাচক কেন। এটা একটা জয়, এটাকে জয় হিসেবেই মেনে নিন।” এর আগে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজার...