জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর নির্দেশিত সৎ লোকের শাসনের নমুনা ইতিপূর্বে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পরে দর্জিপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকায় গণসংযোগ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী।জামায়াতে সততার কথা উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর দুজন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওই ৫ বছরের শাসনামলে এক টাকারও কোন দুর্নীতি জামাতের ঘোরতর দুশমনরাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি। আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা সততার সাথে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহর নির্দেশিত পথে জনগণের আমানত যথাযথভাবে সংরক্ষণ...