জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠ্যবই মুদ্রণে অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান পরিচালনা করেছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুদক জানিয়েছে, তাদের একটি এনফোর্সমেন্ট টিম এনসিটিবি কার্যালয়ে অভিযান চালায় এবং অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায়, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই অনিয়মগুলোর মধ্যে রয়েছে...