দুটি প্যাকেজের মধ্যে সাপ্তাহিক প্যাকেজের মূল্য ৫৫ টাকা এবং মাসিক প্যাকেজের মূল্য ১১০ টাকা। গ্রামীণফোনের জাহিদুজ জামান বলেন, “ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করে গ্রাহকদের ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। ট্যাপম্যাডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা এবং গ্রামীণফোন মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই নির্বিঘ্নে সেবাটি গ্রহণ করতে পারবেন তারা। গ্রাহকদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ করতে এটি আমাদের আরেকটি পদক্ষেপ।” ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা বলেন, “গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ট্যাপম্যাডের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট সহজে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। এই পার্টনারশিপকে আরো সমৃদ্ধ করতে এবং তাদের...