চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে) কন্টেইনার। আগের অর্থবছরের একইসময়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৫২৮ টিইইউস। সে হিসেবে এবার কন্টেইনার হ্যান্ডলিং ১২ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। একইসময়ে বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ মেট্রিক টন এবং জাহাজ এসেছে ১ হাজার ৩১টি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং ৯ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি...