জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন কনস্টেবল রাশেদুল ইসলাম। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে আদালতকক্ষে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারিক প্যানেল। এরপর সাক্ষীর ডায়াসে ওঠেন কনস্টেবল রাশেদুল। প্রথমেই তিনি দেন নিজের পরিচয়। জবানবন্দিতে রাশেদুল বলেন, গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানায় চালক (কনস্টেবল) হিসেবে কর্মরত ছিলাম। ওই দিন আমার কোনো ডিউটি ছিল না। থানা ভবনের চতুর্থ তলায় অবস্থান করছিলাম। বিকাল চারটা কি সাড়ে চারটায় হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। ওই সময় থানা ভবনের জানালা দিয়ে দেখি নিচে লোকজনের হইচই। সেখানে থাকা নিরাপদ না মনে করে নিচে নেমে আসি। তিনি আরও বলেন, নিচে নামার পর থানার মূল ফটকের বাঁ দিকে...