সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, গত দুই–তিন দিন ধরে একটি বিষয় সবার মুখে মুখে ঘুরছে—সেই বিষয়টি হলো ‘সেফ এক্সিট’। বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, অর্থাৎ ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টারা বর্তমানে সেফ এক্সিটের পথ খুঁজছেন। এ জন্য তারা বিভিন্ন মহলের সঙ্গে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসতে পারে—তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে, তারা এসব দলের কাছ থেকে এমন আশ্বাস চাইছেন যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তারা নিরাপদে দেশ ছাড়তে পারেন।মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।মাসুদ কামাল বলেন, এই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও আমরা এমনটা দেখেছি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ফখরুদ্দীন আহমদ দায়িত্ব...