শেরেবাংলা নগর থানাধীন ৯৯ নং ওয়ার্ডের ফার্মভিউ মার্কেটে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর উত্তর বিএনপির জেষ্ঠ্য সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। মতবিনিময় সভায় শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। এসময় জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের ন্যায্য অধিকার ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, শেরেবাংলা নগর থানা বিএনপি; তোফায়েল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক; আব্দুল কাদের নুটুল, যুগ্ম আহ্বায়ক; হালিম দেওয়ান,...