হাটহাজারীতে একটি প্রাইভেট কারে মোটরসাইকেল যোগে এসে কয়েকজন দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার চালিয়েছে। এতে হামিম এগ্রোর স্বত্তাধিকারী বিএনপি নেতা আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলায় মদুনাঘাট এলাকার চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের উপর হাটহাজারী অংশে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার পাঁচখাইন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলী মদনের পুত্র। জানা যায়, ঘটনার দিন বাগোয়ানের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে উল্লেখিত স্থানের মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাটহাজারী অংশে নগরমুখী প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্টো ঘ ১৬ ০৯৪৯) পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা কারটির গতিরোধ করে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে ঘটনাস্থল থেকে দ্রুত সড়ে পড়ে। ঘটনায় কারে থাকা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন হিসাবে পরিচিত হামিম...