এ বছর শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদ্যাপনে তার তত্ত্বাবধান ছিল প্রশংসনীয়। স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বলেন, এত সুশৃঙ্খলভাবে পূজা আগে কখনও হয়নি।পরিবেশ রক্ষায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা মাঠে সৌন্দর্যবর্ধন, মডেল মসজিদে ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন ও পাবলিক লাইব্রেরি সংস্কার—সব মিলিয়ে সাভারের প্রশাসন যেন এগিয়ে যাচ্ছে এক আধুনিক, সবুজ ও মানবিক দিগন্তের দিকে।‘যেখানে সমস্যা, সেখানেই সমাধান’—এই নীতিতে এগিয়ে চলা ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে সাভার আজ এক নবজাগরণের জনপদে পরিণত হচ্ছে। পরিবেশ রক্ষায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা মাঠে সৌন্দর্যবর্ধন, মডেল মসজিদে ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন ও পাবলিক লাইব্রেরি সংস্কার—সব মিলিয়ে সাভারের প্রশাসন যেন এগিয়ে...