বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ‘জীবন ও শিক্ষাদর্শন’ অনুসরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ফল সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘তোমাদের প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। যার ভিত্তি হলো সুশাসন, মানবউন্নয়ন, ন্যায়বিচার এবং উন্নয়ন। আমার বিশ্বাস তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে।’ ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘তোমরা সেটা করে দেখিয়েছো, আমার বিশ্বাস তোমরা পারবে। তোমাদের স্যার ফজলে হাসান আবেদের জীবন ও শিক্ষাদর্শন অনুসরণ করতে হবে।’ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে...