বন্দর, বিদ্যুৎ ও জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে এসব খাতের প্রকল্পে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগ আহ্বান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার রাতে রাজধানীতে সৌদি প্রতিনিধি দলের অংশগ্রহণে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কেবল মানবসম্পদ নয়, বিদ্যুৎ কেন্দ্র ও নবায়নযোগ্য জ্বালানিতেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। তাই এ দেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানিসহ মেগা প্রকল্পে বিনিয়োগে সৌদি আরবকে সবসময় স্বাগত জানায় বাংলাদেশ।” বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি কর ছাড়, মুনাফার নিশ্চয়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ঢাকার একটি হোটেলে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে ২০ সদস্যের সৌদি প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যার নেতৃত্বে ছিলেন শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ। তিনি মাজদ আল উমরান গ্রুপের কর্ণধার। ‘হসপিটালিটি’ ও আবাসনসহ বেশ কিছু...