মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গারে দিশেহারা হয়ে পড়েছিল ইংল্যান্ডের টপঅর্ডার। এরপর ফাহিমা খাতুনের ঘূর্ণিতে ধস নামে মিডলঅর্ডারে। একসময় জয়ের স্বপ্নও দেখছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হেদার নাইটের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইংল্যান্ড ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুটা একদম ভালো হয়নি ইংল্যান্ডের। মারুফা আক্তারের একের পর এক ইনসুইঙ্গার সামলাতে ব্যস্ত হয়ে পড়েন দুই ওপেনার। দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৯ রানেই ফেরেন দুই ওপেনার—দুটি উইকেটই নেন মারুফা। তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন হেদার নাইট ও নাট স্কিভার ব্রান্ট। এই জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৩২ রানে থামেন স্কিভার। একই ওভারে সোফি ডাঙ্কলেকেও ফেরান...