নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (০৭ অক্টোবর) শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। সবচেয়ে তলানিতে নেমে আসার কারণে ৭ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়নি। এই কোম্পানিগুলো হলো: বিআইএফসি, আইসিবি ইসলামিক ব্যাংক, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং প্রিমিয়ার লিজিং। বিনিয়োগ না থাকার কারণে এসব কোম্পানির শেয়ার লেনদেনের শেষ ভাগে হল্টেড হয়ে গেছে। আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে বিআইএফসির শেয়ারদরে। কোম্পানিটির শেয়ার ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমে ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারদরে, যা ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমে ২ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ কমেছে পিপলস লিজিংয়ের শেয়ারদর, ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে ১...