দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া হ্যারল্ড টেরেন্স ছিলেন আমেরিকার বিমানবাহিনীর সদস্য। সম্প্রতি নাতির সঙ্গে প্রথমবার মাঠে গিয়ে সরাসরি মেসির খেলা দেখে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন ১০২ বছর বয়সী এই প্রবীণ। পেশায় ছিলেন বিমানবাহিনীর সদস্য, অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও। তবে ১০২ বছরের এই জীবনে কখনো মাঠে খেলা দেখা হয়নি তার। ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠেনি এই প্রবীণের। অবশেষে নাতির হাত ধরে প্রথমবার মাঠে বসে কোনো ফুটবল ম্যাচ দেখলেন হ্যারল্ড টেরেন্স। গ্যালারিতে বসে দেখেছেন মেসির গোল, হয়েছেন উচ্ছ্বসিত। কিছুদিন আগে নাতি টাইলার টেরেন্সের সঙ্গে মিয়ামির একটি ম্যাচ দেখেছেন এই সাবেক বিমানবাহিনীর সদস্য। মার্কিন টিভি চ্যানেল ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি আগে কখনও স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখিনি। জীবনে প্রথমবার খেলা দেখলাম। মেসি...