নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি প্রক্রিয়াকে দ্রুততা ও স্বনির্ভরতার নতুন পথে নিয়ে যেতে বাংলাদেশ ব্যাংক একটি বিশাল ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রপ্তানিকারকরা বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করেই দেশীয় বীমা কোম্পানির পেমেন্ট রিস্ক কভারেজ বা পেমেন্ট আন্ডারটেকিংয়ের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট (পদ্ধতিতে পণ্য রপ্তানি করতে পারবেন। মঙ্গলবার (০৭ অক্টোবর), জারিকৃত এই নতুন সার্কুলারটি রপ্তানিকারক মহলে ব্যাপক স্বস্তি এনেছে। এটি বিদেশি নির্ভরতা কমানোর ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ। এই নীতিগত পরিবর্তনের ফলে রপ্তানিকারকদের জন্য বাণিজ্যিক অর্থায়নের ক্ষেত্রে নমনীয়তা অনেক বেড়েছে। এতদিন পর্যন্ত ওপেন অ্যাকাউন্টে রপ্তানির জন্য শুধুমাত্র বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট আন্ডারটেকিং গ্রহণ করা যেত। কিন্তু এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যু করা বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায়ও একই পদ্ধতি অনুসরণ করা সম্ভব হবে। প্রক্রিয়াটি...