নারায়ণগঞ্জের ফতুল্লায় তক্কারমাঠ এলাকায় প্লাস্টিকের ড্রামে ভরা অবস্থায় উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যাক্তির নাম মো. নয়ন (৪৯)। নিহতের লাশ উদ্ধারের ৬ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০) তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮) ও পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল সহ (৪৫) চয়ন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্ত্রী ও পরকীয়া প্রেমিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্ত্রীর দেখানো জায়গা থেকে নয়নের বিচ্ছিন্নকৃত দুটি পা উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের দক্ষিন পাশে অবস্থিত মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এসময় সিআইডির ক্রাইম...