যশোর: অবশেষে ঘুস গ্রহণের দায়ে গ্রেপ্তার হলেন যশোরের বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। এর আগে তার সহযোগী স্থানীয় এনজিও কর্মী হিসেবে পরিচিত হাসিবুর রহমানকে আটক করে দুদক।তার কাছ থেকে উদ্ধার হয় ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকা। এই টাকা তিনি শামীমা আক্তারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকারোক্তি দেওয়ার পর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা শামীমা আক্তারকেও আটক করেন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার শামীমা আক্তার দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজের ছয় নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। হাসিবুর রহমান স্থানীয়দের কাছে এনজিও কর্মী হিসেবে পরিচিত। দুদক জানায়, সোমবার (০৬ অক্টোবর) বিকেলে কাস্টম হাউজে অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা এক ব্যক্তিকে (হাসিবুর...