তথ্য অধিকার আইনে আবেদন করেও মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকা না পেয়ে এক সাংবাদিক চরম হয়রানির শিকার হয়েছেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিম আল মুস্তাকুর তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে যুক্তি দেখিয়েছেন- তথ্য দিলে ভাতাভোগীদের শারীরিক নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাঁর এই খোঁড়া অজুহাত নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক সূত্রে জানা যায়, সম্প্রতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি বাবুল জামান তথ্য অধিকার আইনের আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তদের নাম ও ঠিকানার তালিকা চেয়ে আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদন পাওয়ার পর নানা অজুহাত দেখিয়ে তালিকা দিতে গড়িমসি করতে থাকেন। অবশেষে ৬ অক্টোবর তারিখে স্বাক্ষরিত এক পত্রে তিনি তথ্য সরবরাহে অপারগতা প্রকাশ করেন। উক্ত নোটিশে তিনি উল্লেখ করেন, তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ৭(ছ),...