এটা সত্য যে, ঢাকাই ক্রীড়াঙ্গনে মোহামেডান আর আবাহনীর সেই দৌরাত্ম্য ও প্রতাপ এখন আর নেই। তারপরও, রাজধানী ঢাকা তথা দেশের খেলাধুলায় মোহামেডান আর আবাহনী অনেক বড় নাম। অনেক জনপ্রিয়। স্বাধীনতার পর থেকে সাদা-কালোর মোহামেডান আর আকাশি-হলুদ আবাহনী সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠেই হয়েছে দর্শকনন্দিত, পেয়েছে সর্বাধিক জনপ্রিয়তা। বলার অপেক্ষা রাখে না, মাঠের সাফল্যের মূল রূপকার খেলোয়াড়রা। প্রশিক্ষকদের ভূমিকাও আছে প্রচুর। কিন্তু সংগঠকদের ভূমিকাও কম নয়। তারাই দিনের পর দিন, বছরের পর বছর মোহামেডান আর আবাহনীকে দল হিসেবে বাকিদের চেয়ে ভালো, শ্রেয়তর করে সাজিয়েছেন। মাঠে খেলোয়াড়রা ভালো খেলে বাকি দলগুলোকে পিছনে ফেলে সাফল্যের মালা গলায় পরালেও, ইতিহাস জানাচ্ছে আসলে সংগঠকদের হাত ধরেই ঢাকাই ক্লাব ক্রীড়াঙ্গন তথা ফুটবল, ক্রিকেট ও হকিতে সবার ওপরে উঠে গেছে মোহামেডান আর আবাহনী। কারণ, স্বাধীনতার পর ৭০...