কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি দূর করে, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং হরমোনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। তবে, কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সহজে লক্ষ্য করা যায় না। বিশেষ করে রাতে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা কিডনি সমস্যার প্রাথমিক সংকেত হতে পারে। রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হলে এটি কিডনির অসুস্থতার ইঙ্গিত হতে পারে। সাধারণত কিডনি রাতের সময় রক্ত ফিল্টার করার কাজ কমায়। তবে অতিরিক্ত প্রস্রাব হলে সতর্ক হওয়া উচিত। রাতে হঠাৎ পা, গোড়ালি বা চোখের নিচে ফোলা দেখা দিলে কিডনির কার্যক্রম কমে গেছে বলে বুঝতে হবে। কিডনি যদি ঠিকভাবে কাজ না করে, শরীরের অতিরিক্ত লবণ ও পানি জমে ফেলে। রাতে ঘুম ঠিকমতো না হলে বা ঘুমের মাঝখানে বারবার জেগে...