বেক্সিমকো গ্রুপসহ ১০ শিল্প কারখানার মালিকেদের অর্থ সহায়তা করে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য এসব শিল্প কারখানার মালিকদের সাড়ে ৭০০ কোটি টাকার বেশি সুদমুক্ত ঋণ দেওয়া হয়। অনেক মালিককে বারবার বলার পরেও ঋণের টাকা ফেরত দিচ্ছে না।তাই যথাসময়ে ঋণ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজনে প্রতিষ্ঠানের জমি, কারখানা, যন্ত্রপাতি বিক্রি করে হলেও ডিসেম্বর মাসের মধ্যে ঋণের সকল টাকা পরিশোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। এ ছাড়া পলাতক মালিকদের বিরুদ্ধে রেডনোটিস জারির উদ্যোগ নেওয়া হয়েছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগস্টের পরে বিভিন্ন শিল্প কারখানায় বেতন বকেয়া পড়ায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। তাই শ্রম অসন্তোষ নিরসনের...