ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর জাহাজ বহর ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের সাংস্কৃতিক সংগঠন গুলোর যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।তীর্যক যশোর শিল্পগোষ্ঠীর সভাপতি দিপংকর দাসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ইসরায়েলি বাহিনীর এই অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং আটক জাহাজ ও মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।এসময় সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন,...