রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নস্থ বাঘাইহাট জোনের অধীনস্থ বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাঘাইহাট জোন এলাকার আওতাধীন বৌদ্ধ বিহারে (কঠিন চীবর দান) ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের টুআইসি মেজর নাহিদ বিন হফিজ, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান, লে. দেওয়ান ফয়সাল, মা. ওয়া. অফিসার মোহাম্মদ মোকছুদ আলম খন্দকার। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, ৫নং...