দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ছুটি শেষে আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার। স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী আমেজে প্রার্থীরা নিজ নিজ প্যানেল ও ব্যালট নম্বরে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন।সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণ, বিভিন্ন অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলের সামনে প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা লিফলেট বিলি, জনসংযোগে প্রার্থীদের উৎসাহিত করছেন। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর এভাবে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি হওয়াটা তাদের জন্য আনন্দের। ছাত্র সংগঠনগুলো নতুন উদ্যমে মাঠে নেমেছে। বড় সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সমান তালে প্রচারণা চালাচ্ছেন। শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে প্রার্থীরা নানান কৌশলে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ নিজের...