জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দিল্লিতে তিনি অনির্দিষ্টকালের জন্য অবস্থান করছেন বলে জানা গেলেও, এতদিন ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এবার প্রথমবারের মতো পরোক্ষ প্রতিক্রিয়া এসেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর কাছ থেকে। নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বর্তমানে একটি বিচারিক বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে।” সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান রাজনৈতিক আশ্রয় বা পৃষ্ঠপোষকতার অংশ কিনা এমন প্রশ্নে তিনি বিস্তারিত ব্যাখ্যায় যেতে রাজি হননি। বরং বলেন, “বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা গঠনমূলক হবে না।” ভারত...