বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর গুরুত্ব বেড়েই চলছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকেই একের পর এক কার্যক্রমের মাধ্যমে দেশের সর্বস্তরে দলটির কার্যক্রম দৃশ্যমান। জামায়াতের এই কার্যক্রমের পেছনে যার নামটি বেশি সামনে এসেছে তিনি দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। আমির হিসেবে ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। গঠনতন্ত্র অনুযায়ী ওই সময়ের মধ্যে নতুন আমির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। জামায়াতে ইসলামীর রুকনরাই তাদের ভোটের মাধ্যমে প্রতি তিন বছর পরপর ভোট দিয়ে আমির নির্বাচন করে থাকেন। যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামায়াত নির্বাচিত হন।জানা যায়, চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকেই সারাদেশে ভোটগ্রহণ শুরু হবে। প্রতিটি জেলা এবং মহানগরে রুকন সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষ হবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। পরবর্তীতে ভোট গণনা শেষে ডিসেম্বরে চূড়ান্ত ফলাফল...