নড়াইলে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর আমিনুল বিশ্বাস ওরফে আলিফকে (১৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নড়াইল জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। নিহত কিশোর আলিফ নড়াইল সদর উপজেলার ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। গ্রেফতার দুই আসামি একই উপজেলার চাচড়া গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাস এবং একই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে হৃদয় মোল্যা। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে আলিফ হত্যা মামলায় অভিযুক্ত মিনারুল ও হৃদয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলিফের অটোভ্যান ছিনিয়ে...