স্থানীয় বাসিন্দারা বলেন, এক বছর ধরে কেউ কাজ করেনি। এখন উপদেষ্টা আসবেন বলেই দেখানোর জন্য তড়িঘড়ি করে কাজ হচ্ছে। সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে তিন স্তরে ইট বিছানোর কাজ চলছে। কাজ শেষ হলে যানজট কমে যাবে। উল্লেখ্য, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় আট বছর আগে। ৫ হাজার ৭৯১ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে...