ফিশিং লিংক/নকল মেসেজ:দেখতেও অফিসিয়াল, কিন্তু মূলত ফেক ওয়েবসাইটে নিয়ে যায়। কল মার্জিং (call-merging):ভুক্তভোগীকে এক সময়ে দুটি কল মার্জ করতে বলা হয়; এরপর প্রতারক ওটিপি বা বার্তা ধরে শুনতে পারে। ভয়েসমেইল হ্যাক ও স্ক্রিন-শেয়ারিং:মেলে না এমন অনুরোধে স্ক্রিন শেয়ার করলে সরাসরি ডাটা লিক হতে পারে। কিউআর কোড জালিয়াতি ও অবৈধ অ্যাপ:অবিশ্বস্ত সূত্র থেকে ডাউনলোড করা অ্যাপ মোবাইল-ফাইল/ক্যামেরা/নেটওয়ার্কে প্রবেশাধিকার পেয়ে ক্ষতি করে। লিংক ক্লিক করবেন না — যাচাই করুন।ব্যাংক বা পেমেন্ট নোটিশ পেলে সরাসরি ব্যাংকের অফিসিয়াল অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে চেক করুন; মেসেজের লিংকে ক্লিক করবেন না। কোনো ওটিপি, পিন বা পাসওয়ার্ড কাউকে দেবেন না।ব্যাংক কখনোই কাউকে আপনার ওটিপি বা পাসওয়ার্ড চায় না। কেউ চাইলে সন্দেহ করুন। অচেনা কলে সতর্ক থাকুন।ফোনে কেউ চাপিয়ে বলে “কল মার্জ” বা “আপনি একটি ভিআইপি কল গ্রহণ...