ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মধ্য গাজার একটি এলাকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতার দুই বছর পূর্ণ হয়েছে মঙ্গলবার। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামলা শুরু করে দখলদার বাহিনী। সেই হামলা আজও চলছে। এদিকে মধ্যপ্রাচ্যে গত দুই বছরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ইসরাইলই পেয়েছে ২১ বিলিয়নের বেশি সহায়তা। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প কস্ট অব ওয়ার প্রজেক্টের নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইসরাইলি হামলায় গত দুই বছরে ২০ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেও বেশি। অন্যদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত...