নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পা বিচ্ছিন্ন অবস্থায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কারমাঠ এলাকায় ঝোপের মধ্যে স্থানীয় লোকজন ড্রামটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। জেল থেকে বের হওয়ার ১৩ দিনের মাথায় নয়নের স্ত্রী ও তার প্রেমিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত নয়ন ফতুল্লার ননন্দলালপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। মাদকের এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আড়াই বছর কারাভোগের পর কিছুদিন আগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে ও স্ত্রীর প্রেমিকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী ও তার প্রেমিক হত্যার কথা স্বীকার করেছেন।...