ইংল্যান্ডের ব্যাটাররা একটা করে বল বাউন্ডারি পার করছেন, মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের মুখগুলো মলিন হচ্ছে। প্রতিটা বাউন্ডারিতেই যে বাংলাদেশের জয়ের স্বপ্ন একটু একটু করে ধূসর হয়ে গেছে। গুয়াহাটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুমে রাতের আঁধার নামিয়ে দিয়ে ইংল্যান্ডকে জয়ের হাসি এনে দিয়েছেন হিদার নাইট। গল্পটা যদিও অন্যরকম হতে পারত আম্পায়ারের দুটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে এলেও। শূন্য রানে নাইটের ক্যাচ উইকেটের পেছনে নিগার সুলতানা নেওয়ার পর আঙুল তোলেন আম্পায়ার। তবে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে দিলে বেঁচে যান নাইট। এরপর ১৩ রানে তাঁর ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান এবারও একই কারণে আউট দেননি। ম্যাচের পর খোদ নাইটই জানিয়েছেন, তিনিও নাকি ভেবেছিলেন আউট হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই নাইটের অভিজ্ঞতার কাছেই আসলে হেরে গেছে...