চলমান মৌসুমে ইন্টার মায়ামির খেলা শেষ হলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন জর্দি আলবা। স্পেন ও বার্সেলোনার সাবেক লেফট ব্যাক মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ৩৬ বছর বয়সী আলবা বলেন, সম্ভাব্য সেরা উপায়ে চলমান অধ্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। “আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অধ্যায়ের সমাপ্তি টানা সময় এসেছে। এই মৌসুম শেষে আমি নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেটা করছি সম্পূর্ণ প্রতীতি, শান্তি ও সুখের সঙ্গে। কারণ, আমি অনুভব করছি এই পথে আমি হেঁটেছি আমার সম্পূর্ণ আবেগ নিয়ে এবং সম্ভাব্য সেরা উপায়ে আগের অধ্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।” “ফুটবল আমাকে সত্যিই সবকিছু দিয়েছে। আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্লাব কর্মচারী এবং প্রতিপক্ষ, যারা আমাকে নিজের সেরাটা...