রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম এখন ‘ভেন্টিলেশন সাপোর্ট’ ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। চিকিৎসকের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক ও কবি সরকার আমিন মঙ্গলবার রাতে জানান, “মনজুর স্যার এখন ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।” হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম। রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি জানান, “স্যারকে সন্ধ্যার দিকে ভেন্টিলেশন সাপোর্ট খুলে সিসিইউতে দেওয়া হয়েছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। এজন্য ভিজিটরদের কম ভিড় করতে চিকিৎসকরা আমাদের বলেছেন। ভিজিটর বেশি হলে ইনফেকশন হওয়ার শঙ্কা রয়েছে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল...