নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্প কাজের প্রয়োজনীয়তার আছে কি না তা সরেজমিনে পরিদর্শন করেলেন সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিন ও এলাকাবাসীর মতামত যাচাই করতে এ পরিদর্শন করা হয়েছে মর্মে উপজেলা প্রশাসন জানিয়েছেন। মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) ডিমলায় বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়েরুজ্জামান ও সৈয়দপুর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল কেএম আযাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, পাউবো রংপুর এর তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো. রওশন কবির, নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান এবং সহকারী পুলিশ সুপার ডোমা-ডিমলা সার্কেল, মো. নিয়াজ মেহেদী। ডিমলার বুড়িতিস্তা নদী পূনঃখনন প্রকল্পে বাস্তবায়নের প্রয়োজনীয়তা আছে কি না, সার্বিক বিবেচনায় খননের গুরুত্ব কতখানি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ম্পর্কে পাউবোর...