এসওয়াতিনির (পূর্বে সোয়াজিল্যান্ড) রাজা মস্বাতি তৃতীয়-এর সংযুক্ত আরব আমিরাত সফরের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আফ্রিকার এই রাজা তার ১৫ জন স্ত্রী ও ১০০ জন সহকারীসহ আবুধাবি বিমানবন্দরে পৌঁছাচ্ছেন। এই ভিডিও আবারও আলোচনায় এনেছে তার বিলাসবহুল জীবনযাপনকে। ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাই মাসে। সেখানে দেখা যায় রাজা মস্বাতি তৃতীয় একটি ব্যক্তিগত জেট বিমান থেকে নেমে আসছেন ঐতিহ্যবাহী পোশাক পরে। এরপর তার পেছনে একদল মার্জিত পোশাক পরিহিতা নারী (তার স্ত্রীগণ) সারিবদ্ধভাবে হাঁটছেন। ভিডিওটির উপরে লেখা ছিল, ‘সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী ও ১০০ জন দাসীসহ আবুধাবিতে পৌঁছেছেন। তার পিতা, রাজা সোভাবুজা দ্বিতীয়ের স্ত্রী ছিলেন ১২৫ জন।’ বিভিন্ন প্রতিবেদনে আরও জানা গেছে, রাজা মস্বাতি তৃতীয় ওই সফরে তার ৩০ জন সন্তানকেও সঙ্গে নিয়েছিলেন। এত বড় রাজকীয়...