মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণের সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন “দেশে কখনোই ভারতের তাবেদার সরকার আসবে না। তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াার আন্দোলনে গত ১৫ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। “আমাদের নেত্রীকে আওয়ামী লীগ হত্যার চেষ্টা করেছিল এবং মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়েছে। তিনি এখনও অসুস্থ।” মালিক আরও বলেন, ইলিয়াাস আলী ও চৌধুরী আলমসহ প্রায় ১,৫০০ মানুষ এখনও গুম রয়েছে। নির্বাচনের প্রস্তুতিকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মালেক বলেন, “বিএনপি এককভাবে সরকার গঠন করবে নাকি জাতীয় সরকার গঠন করবে, আমরা...