খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। মঙ্গলবার বিকেলের দিকে মাটিরাঙ্গা বাজার ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মো. শাহ জালাল কাজলের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।” মাটিরাঙ্গা পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক...