কবির নিজ জেলায় নেত্রকোনায় কবিতা আড্ডা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের অন্যতম আধুনিক কবি, তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের ৭৮ তম জন্মদিন। সাংস্কৃতিক সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় আড্ডায় আড্ডায় কবির নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কবির স্মরণে কবির লিখা কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ যুবাসহ কবির সময়বয়সী ছোট বেলার বন্ধু স্বজনসহ কবি, সাহিত্যিকসহ জেলা প্রশাসন। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ অনুষ্ঠানে ‘একটি পতাকা পেলে’ কবিতা পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুখময় সরকার। এছাড়াও অভিব্যক্তি প্রকাশ করেন কবির ভাই...