বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। আমরা আশাকরি সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে।’প্রায় দুই দশক পর মঙ্গলবার বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রশ্নে তারেক রহমান এ কথা বলেন।অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক। এটি কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে বলেছি, আমরা চাই, এই অন্তর্বর্তী সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মতো, বিভিন্ন বিষয় আছে- যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে, কিছু সংস্কারের বিষয় আছে, একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কারসহ যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কারসহ একটি...